নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণের বিষয়টি ঘিরে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীরের দল)-এর মধ্যে শেষ মুহূর্তে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সমঝোতা ঘোষণার পর প্রত্যাশিত আসন না-পাওয়াকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের শীর্ষ পর্যায় থেকে প্রকাশ্যে অসন্তোষ জানানো হয় এবং প্রয়োজনীয় সমন্বয় না হলে সমঝোতা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিতও দেওয়া হয়।
এ পরিস্থিতিতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও দুই দলের প্রতি আস্থাহীনতা দেখা দেয়; সামাজিক যোগাযোগমাধ্যমেও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। দূরত্ব কমাতে দুই পক্ষের শীর্ষ নেতারা যোগাযোগ বাড়িয়েছেন এবং অনানুষ্ঠানিক আলোচনার পাশাপাশি বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর সমঝোতায় থাকা সব দলের আসন বণ্টন চূড়ান্ত হবে।
জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পর্ক ভালো রয়েছে; মাঝে মাঝে মতপার্থক্য হলেও তা সমঝোতার মাধ্যমে সমাধান করা হবে। বাস্তবতার নিরিখে সমাধান পেতে বাছাই প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষার আহ্বান জানান তিনি। তার মতে, ঘোষিত ১০ দলীয় সমঝোতা শেষ পর্যন্ত ১১ দলে উন্নীত হতে পারে।
গত ২৮ ডিসেম্বর ঘোষিত সমঝোতায় ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা, বিডিপি–র পাশাপাশি পরবর্তীতে এলডিপি ও এনসিপি যুক্ত হয়। মনোনয়ন জমার পরও অনেক আসনে একাধিক দলের প্রার্থী থাকায় অস্বস্তি তৈরি হয়।
মনোনয়ন জমার পর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আসন বণ্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করা হলেও পরবর্তী আলোচনায় অবস্থান নরম হয়েছে বলে জানা গেছে। দলটির একাধিক নেতা জানিয়েছেন, ‘ইনসাফভিত্তিক’ বণ্টন নিশ্চিত করা গেলে সমঝোতায় থাকতে তারা আগ্রহী।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার–ও–দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেন, উভয় পক্ষ থেকেই আলোচনা চলছে এবং আগের অসন্তোষ অনেকটাই কেটে গেছে। বাছাই শেষে আসন সমঝোতা চূড়ান্ত হলে তা সবার জন্যই কার্যকর হবে বলে মন্তব্য করেন তিনি।
একইসঙ্গে সমঝোতা প্রক্রিয়ায় থাকা অন্যান্য দলও ঐক্য রক্ষায় গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আশা প্রকাশ করেছেন যে, মনোনয়ন বাছাই শেষে দ্রুতই আসন সমঝোতার চূড়ান্ত সমাধান হবে।