এম,এম,রহমান, উজিরপুর বরিশাল প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল ১/২/৩ আসনের মনোনয়ন প্রার্থীদের প্রার্থিতার বৈধ ও অবৈধ ও স্থগিত প্রার্থীদের ঘোষণা হয়েছে।
০৩ জানুয়ারি ২০২৬ সকাল ১০.৩০ সময় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সভাকক্ষে বরিশাল সংসদীয় আসনর বরিশাল- ১ গৌরনদী আগৈলঝাড়ায় আব্দুস সোবাহান স্বতন্ত্র প্রার্থী(বিএনপি বিদ্রোহ) বৈধ ঘোষণা করা হয়েছে।
মোঃ জহির উদ্দিন স্বপন বিএনপির প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে, মোঃ কামরুল ইসলাম খান জামায়াত ইসলামের প্রার্থী আয়কর বিষয় সমস্যা থাকায় স্থগিত রাখা হয়েছে, সেরনিয়াবাত সেকেন্দার আলী জাতীয় পার্টি প্রার্থী,বৈধ ঘোষণা করা হয়েছে, মোঃ রাসেল সরদার মেহেদী ইসলামী আন্দোলন বৈধ ঘোষণা করা হয়েছে।

সংসদীয় বরিশাল -২ বানারীপাড়া- উজিরপুর আসলে মাস্টার আব্দুল মান্নান জামায়াত ইসলামে প্রার্থীকে ৩০০ টাকার স্ট্যাম্পের অঙ্গীকার নামা না থাকায় স্থগিত ঘোষণা করা হয়েছে, মোঃ তারিকুল ইসলাম বাসদ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে,রঞ্জিত কুমার বাড়ৈ বৈধ ঘোষণা করা হয়েছে,
মোঃ নেসার উদ্দিন ইসলামী আন্দোলন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে, সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু বিএনপি প্রার্থীকে আয়কর বিষয় সমস্যা থাকায় মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
মুন্সী মোস্তাফিজুর রহমান খেলাফত মজলিস বৈধ ঘোষণা করা হয়েছে, মোঃ সাহেব আলীকে ১১৭০০ টাকা হোল্ডিং ট্যাক্স বিষয় সমস্যার কারণে স্থগিত রাখা হয়েছে, মোঃ আবুল কালাম আজাদ জাসদ প্রার্থীর মনোনয়নপত্রে দলীয় অঙ্গীকারনামা না থাকার কারণে অবৈধ ঘোষণা করা হয়েছে, এম এ জলিল জাতীয় পার্টি দলীয় প্রধানের অঙ্গীকারনামা না থাকার কারণে স্থগিত রাখা হয়েছে,মোঃ আব্দুল হক বাংলাদেশ কংগ্রেস ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা না থাকার কারণে স্থগিত রাখা হয়েছে।
সংসদীয় আসন বরিশাল – ৩ মুলাদি – বাবুগঞ্জে,
জয়নাল আবেদীন বিএনপি মনোনীত প্রার্থী বৈধ ঘোষণা করা হয়েছে, মোঃ ইকবাল হোসেন তাপস জাতীয় পার্টি দলীয় প্রধানের অঙ্গীকারনামা এবং ৩০০ টাকা স্টাম্পে অঙ্গিকার নামা না থাকার কারণে বাতিল ঘোষণা করা হয়েছে, ফখরুল আহসান জাতীয় পার্টি দলীয় প্রধানের অঙ্গীকারনামা না থাকার কারণে বাতিল ঘোষণা করা হয়েছে।
মোঃ সিরাজুল ইসলামী ইসলামী আন্দোলন বৈধ ঘোষণা করা হয়েছে, আব্দুস সাত্তার খান স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) ১% অঙ্গীকারনামা না থাকার অভিযোগে কারণে বাতিল ঘোষণা করা হয়েছে, গোলাম কিবরিয়া টিপু জাতীয় পার্টি জেল হাজতে এবং দ্বৈত নাগরিকতা থাকার অভিযোগের কারণে স্থগিত রাখা হয়েছে যাচাই বাছাই পর্যায় আছে, মোঃ আজিমুল হাসান জিহাদ বাসদ মনোনীত প্রার্থী ৩০০ টাকার স্ট্যাম্পে দলীয় প্রধানের অঙ্গীকারনামা না থাকার কারণে স্থগিত রাখা হয়েছে, ইয়ামিন এইচ এম ফারদিন গন অধিকার পরিষদ বৈধ ঘোষণা করা হয়েছে, আসাদুজ্জামান ভূঁইয়া এবি পার্টি বৈধ ঘোষণা করা হয়েছে।