৪ঠা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রজব, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির দুই আসনে ২৫ প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন বাতিল, বৈধ ১৬

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঝালকাঠির দুই সংসদীয় আসনে ২৫ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতিল এবং ১৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এ যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করেন।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী, ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন— লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান (মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকা), স্বতন্ত্র (বিএনপি সমর্থক) গোলাম আজম সৈকত (১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল), স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজী (মৃত ব্যক্তির স্বাক্ষর), গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন (শিক্ষাগত সনদ দাখিল না করা), স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমান (ভোটারের স্বাক্ষরে গড়মিল ও ঋণ পরিশোধ না করা) এবং জাতীয় পার্টির কামরুজ্জামান খান (দলীয় মনোনয়নপত্রের মূল কপি না থাকা)।

এই আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির দলীয় প্রার্থী রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামী মনোনীত ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী, জাতীয় নাগরিক পার্টির ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় পার্টি (জেপি) এনামুল ইসলাম রুবেল ও মাহিবুল ইসলাম মাহিম, জেএসডির সোহরাব হোসেন, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী সাব্বির আহমেদ।

অপরদিকে ঝালকাঠি–২ (ঝালকাঠি সদর–নলছিটি) আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন— জাতীয় পার্টির এম এ কুদ্দুস খান (ঋণ পরিশোধ না করা), স্বতন্ত্র প্রার্থী মো. নুরুদ্দীন সরদার (ভোটারের স্বাক্ষরে গড়মিল) এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী (আয়কর বকেয়া)।

এই আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির দলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জামায়াতে ইসলামী মনোনীত শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী, আমার বাংলাদেশ পার্টির শেখ জামাল হোসেন, জাতীয় পার্টির এম এ কুদ্দুস খান, জেএসডির মাসুদ পারভেজ এবং গণঅধিকার পরিষদের মো. মাহমুদুল ইসলাম সাগর।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিল করতে পারবেন।

মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top