৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রজব, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানকে ডিবি পুলিশে আটক

নিজস্ব প্রতিনিধি:

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যায় জেলা শহরের এক আইনজীবীর বাসা থেকে তাকে আটক করা হয়।

সংগঠনের হবিগঞ্জ শাখার আহ্বায়ক আরিফ তালুকদার জানান, কী কারণে তাকে আটক করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ বলেছে— জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেওয়া হয়েছে। ডিবি পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সূত্র জানায়— ২ জানুয়ারি শায়েস্তাগঞ্জে একজন আসামিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা, থানায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং এক উপপরিদর্শককে (এসআই) মারধরের অভিযোগে মাহদীর বিরুদ্ধে অভিযোগ উঠে। বিষয়টি তদন্তের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে।

এর আগে শনিবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের স্বাক্ষরে মাহদী হাসানকে শোকজ নোটিশ দেওয়া হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জের কলিমনগর গ্রাম থেকে সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হাসান নয়নকে আটক করে পুলিশ। পরে তাকে ছাড়িয়ে নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা থানায় গেলে পরিস্থিতি উত্তপ্ত হয় বলে জানা যায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top