৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৭ হিজরি

মোস্তাফিজকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনাকে ঘিরে দেশে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এ প্রেক্ষাপটে আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সোমবার (৫ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান। টেলিভিশন চ্যানেলগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার বিষয়ে কোনো যৌক্তিক কারণ জানা যায়নি, যা বাংলাদেশের জনগণকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে।

এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব ধরনের খেলা ও অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখতে টেলিভিশন চ্যানেলগুলোকে অনুরোধ—সাথেই নির্দেশনা প্রদান করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top