নিজস্ব প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানে অবিস্মরণীয় ভূমিকা রাখা ১৭ বছর বয়সী কিশোরী তাহরিমা জান্নাত সুরভীকে জামিন দিয়েছেন গাজীপুরের আদালত। সোমবার সন্ধ্যায় আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে তদন্ত ছাড়াই দায়ের করা মামলায় সুরভীর বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল, যা দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
মামলাটিকে “মিথ্যা ও প্রতারণামূলক” উল্লেখ করে সুরভীর নিঃশর্ত মুক্তির দাবি জানায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে মামলার বাদী কথিত সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় এবং তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার উপপরিদর্শক ওমর ফারুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে নানা মহল থেকে।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ।