৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রজব, ১৪৪৭ হিজরি

রাউজানে সাবেক যুবদল নেতা জানে আলম সিকদারকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জানে আলম সিকদার (৩৫) নামে যুবদলের এক সাবেক নেতার মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাড়ির গেটের সামনে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। মোটরসাইকেলে করে আসা তিন যুবকের মধ্যে একজন কাছ থেকে পরপর দুই রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের আগে বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন জানে আলম। সে সময় পালসার মোটরসাইকেলে করে তিনজন সেখানে এসে থামে। তাদের মধ্যে পেছনে বসা ব্যক্তি এগিয়ে গিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি রাজনৈতিকভাবে তেমন সক্রিয় ছিলেন না বলে জানায় দলীয় সূত্র। পরিবার দাবি করেছে, তার কারও সঙ্গে দৃশ্যমান শত্রুতা ছিল না, কেন তাকে লক্ষ্যবস্তু করা হলো—তা তারা বুঝতে পারছেন না।

রাউজান থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘টার্গেট কিলিং’ মনে করা হচ্ছে। মোটরসাইকেলে আসা তিন ব্যক্তিকে শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের স্বার্থে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top