৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪৭ হিজরি

তেজতুরি বাজারে গুলিতে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নিহত, আরও একজন আহত

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির নিহত হয়েছেন। একই ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

বুধবার রাত ৮টার কিছু পর বসুন্ধরা মার্কেটের পেছনের স্টার কাবাবের পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে বিআরবি হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, ঘটনাস্থলে দুজনকে গুলি করা হয়েছে। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। কে বা কারা এ হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top