রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা:
দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, তারুণ্যের অহংকার তারেক রহমানের মাতা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। আজ বুধবার (৭ জানুয়ারি) বাদ আসর ঈশ্বরদী আলহাজ্ব খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদের আগে বক্তারা বলেন, ১৯৭১ সালে এদেশের মানুষ যখন দিশেহারা তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট তলা বিহিন ঝুড়ির এদেশের দায়িত্ব নিয়েছিলেন জিয়াউর রহমান। তারই উত্তরসূরী বেগম খালেদা জিয়া এদেশে তিন তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তিনি এদেশের মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
বক্তার আরো বলেন, মানবতার মা, আপোসহীন নেত্রী, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার বর্ণাঢ্য জীবনে কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। আগামী একশ বছরের মধ্যেও খালেদা জিয়ার মতো এমন নেতা এদেশে পাওয়া মুশকিল হবে। জাতীর এ ক্ষতি পূরণ হবার নয়।
দোয়া মাহফিলে ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোকলেসুর রহমান বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, ৯০’র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মহানায়ক, পাবনা জেলা বিএনপির সুযোগ্য সফল আহ্বায়ক ও ঈশ্বরদী আটঘরিয়া পাবনা ৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ মনোনীত পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক জিয়াউল হক সন্টু সরদার, সদস্য সচিব আজমল হোসেন সুজন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, বিএনপি নেতা হাসিবুর রহমান হাক্কী মন্ডল, তুহিন চৌধুরী, আব্দুস সামাদ সুলভ মালিথা, নুরুল ইসলাম আক্কেল, উপজেলা কৃষক দলের আহবায়ক পাঞ্জুর রহমান সরদার, সদস্য সচিব ময়নুল ইসলাম সরদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের প্রতীক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, খোরশেদ আলম দিপু, আকরাম রায়হান বাবু, শেখ বেলাল, সাইফ হাসান সেলিম ও ছাত্র নেতা আব্দুল আওয়ালসহ অন্যান্যরা।