১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল-গুলিসহ একজন গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলার কাজীকান্দা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ সাগর শেখ নামে একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। গ্রেপ্তারকৃত সাগর শেখ রাজবাড়ী সদর উপজেলার কাজীকান্দা এলাকার খোকন শেখের ছেলে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি অভিযানিক দল।

শুক্রবার সকালে রাজবাড়ীর আর্মি ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় সাগর শেখের বাড়ি থেকে একটি বিদেশী পিস্তল (ইউএসএ-৭.৬২), একটি তাজা গুলি, একটি গুলির খোসা, একটি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়াল, একটি সুজুকি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে রাজবাড়ী থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর সদস্যরা।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি ) খোন্দকার জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তারকৃত সাগরের নামে পূর্বেক একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা অস্ত্রসহ গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top