১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির নলছিটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় নলছিটি মার্চেন্টস্ স্কুল মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ডা.জিয়া উদ্দিন হায়দার স্বপন।এসময় তিনি বলেন, আমরা আজ এমন এক মহয়সি নারীকে স্বরণ করতে এসেছি যিনি দেশে বিভিন্ন ভাবে উদাহরণ হয়ে আছেন। দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন সর্বপ্রথম নারী মুক্তিযোদ্ধা, প্রথম নারী প্রধানমন্ত্রী। একই সাথে খালেদা জিয়া ছিলেন উপমহাদেশের অন্যতম বিনয়ী ও আপোষহীন রাজনীতিবিদ। দেশ ও গণতন্ত্রণের প্রশ্নে তিনি কখনো আপোষ করেনি।
এসময় তিনি আরও বলেন, আমরা জানি নির্বাচনকে সামনে রেখে গ্রামে গ্রামে বেহেস্তের টিকেট নিয়ে একটি গোষ্টি যায়,আসলে এটি প্রোপাকান্ডা। এ ধরনের অপপ্রচারে ব্যাপারে তিনি নেতাকর্মীদের সর্তক থাকার আহবান জানান ।

উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান হেলালের সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যদের মধ্যে অংশ নেয় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল।এছাড়াও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভু্ট্টো,জেলা বিএনপি আহবায়ক অ্যাড.সৈয়দ হোসেন,সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, শেরে বাংলা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. শাকিল মাহমুদ।দোয়া মাহফিল অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা সেচ্ছাসেবক দল সভাপতি তৌহিদ আলম মান্না প্রমুখ।পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top