১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪৭ হিজরি

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সভায় আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে। এই পরিস্থিতিতে দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একটি বিশেষ সভা আহ্বান করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে শূন্য চেয়ারম্যান পদে তারেক রহমানকে নির্বাচিত করা হয়। এর মধ্য দিয়ে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক দিকনির্দেশনা এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন নতুন পর্যায়ে প্রবেশ করল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top