মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ গ্রামে।
নিহত শিশুর নাম তাওসিফ (২)। সে ওই গ্রামের আবু তৈয়বের দ্বিতীয় সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) সকালে শিশুটির মা নুসরাত পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। কাজ শেষে তিনি বাড়িতে ফিরে সন্তানকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনে থাকা পুকুরে শিশুটিকে পানিতে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে শিশুটিকে ডিমলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই হৃদয়বিদারক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। বাদ মাগরিব নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন করা হয়।
স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে বাড়ির আশপাশের পুকুর ও জলাশয়ের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিশুদের প্রতি আরও সতর্ক নজরদারির আহ্বান জানিয়েছেন।