মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে প্রকাশ্য দিনে নির্মমভাবে জবাই করে দুলালী বেগম (৬৫) নামে এক বিধবা নারীকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম শিমলারতল গ্রামে এ লোমহর্ষক ঘটনা ঘটে।
নিহত দুলালী বেগম একই এলাকার মৃত জেমসেলের স্ত্রী। তিনি একাই বসবাস করতেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলালী বেগমের ছেলে-মেয়েরা বাইরে থাকেন। তিনি কখনো নিজ বাড়িতে, কখনো মেয়ের বাড়িতে অবস্থান করতেন। ঘটনার দিন সকালে তিনি মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে আসেন। দুপুরে জুমার নামাজ শেষে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তার ঘরের ভেতরে রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে কাছে গিয়ে দেখা যায়, তার গলা কেটে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, “ঘটনাস্থলে সার্কেল অফিসারসহ আমরা উপস্থিত হয়েছি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।”
এদিকে, দিনের আলোয় এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।