মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাটি ভর্তি ট্রাক্টারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে ভোলাহাট ফতেপুর খাসপাড়া মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মিলন আলী (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধিমোনীনগর গ্রামের বিকল আলী মিন্টুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মিলন আলী মোটরসাইকেলযোগে বিপরীত দিক থেকে যাচ্ছিলেন। এ সময় ফতেপুর খাসপাড়া গ্রামের মোড় এলাকায় পৌঁছালে মাটি বোঝাই একটি ট্রাক্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক্টারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিবারের সদস্যদের অনুরোধে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ভোলাহাট থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, ওই সড়কে ভারী ও মাটি ভর্তি ট্রাক্টরের অবাধ চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সড়কে নিয়ন্ত্রণ ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় নিহত মিলন আলীর পরিবারে নেমে এসেছে গভীর শোক। এলাকাবাসী নিহতের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।