মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, লালমোহন উপজেলা প্রতিনিধি:
নতুন দিনের নতুন বাংলাদেশ গড়তে হলে কবি ও শিল্পীদে রাষ্ট্রীয় মূল্যায়ন করতে হবে । একজন কবি একজন শিল্পী একটি দেশের সর্বোচ্চ উৎকর্যিত মানুষ । সেই মানুষেরা যদি ভালো থাকে দেশ ভালো থাকবে । দেশের সাধারণ জনগণও ভালো থাকবে । মূল্যায়নের অভাবে অনেক প্রতিভা অকালে ঝরে যায় । পৃষ্ঠপোষকতা পেলে মরায়গাঙেও জোয়ার আসে । বাংলাদেশ একটি স্বভাবজাত কবিতাময়, শিল্প-সংস্কৃতির চিরন্তন চারণ ভূমি । বাংলাদেশের কবিরা – শিল্পীরা যথার্থ পৃষ্ঠপোষকতা পেলে শুধু দেশ নয়, বিশ্বজয় করবে । তারা জান দেবে কিন্তু মান দেবে না ।
৯ জানুয়ারি ২০২৬ বিকেলে রাজধানীর পরীবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উন্মুক্ত মঞ্চে প্রজন্ম একাডেমি আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন । না প্রজন্ম একাডেমির সভাপতি কথাসাহিত্যিক গবেষক কবি কালাম ফয়েজীর সভাপতিত্বে ও প্রজন্ম একাডেমির সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি জননেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি দেশবরেণ্য কবি মোহন রায়হান, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ । অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন- বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের চেয়ারম্যান ও জাতীয় কবিতা পরিষদ ভোলার সাধারণ সম্পাদক কবি রিপন শান, বাংলাভিশনের সাংবাদিক সেকান্দার রিমন, আসাদুজ্জামান বাবুল প্রমুখ ।
কবিতা পাঠ করেন- কবি রোকসানা রহমান ও কবি প্রত্যয় জসীম । সংগীত পরিবেশন করেন- কণ্ঠশিল্পী নাজমিন নাজু । নবীন প্রবীণ শিল্পী সাহিত্যিকগণের উপস্থিতিতে জমজমাট ছিল প্রজন্ম একাডেমির এই আয়োজন ।