নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশে গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলে দাবি করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক এক পলিসি ডায়ালগে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “বাংলাদেশে গত ১৬ মাসে কার বিরুদ্ধে সবচেয়ে বেশি সাইবার বুলিং হয়েছে—আমি চ্যালেঞ্জ করে বলছি, সেটা আমার বিরুদ্ধে। প্রথম চার মাসেই আমাকে টার্গেট করে চারটি ডেডিকেটেড ভিডিও বানানো হয়েছে।”
নিজের বিরুদ্ধে ছড়ানো নানা অপপ্রচারের কথা তুলে ধরে তিনি বলেন, “আমি ১৫ বছর পাকিস্তানের দালাল ছিলাম, আর এখন রাতারাতি ভারতের দালাল হয়ে গেছি—এমন প্রচার চালানো হয়েছে। বলা হয়েছে আমার আমেরিকায় বাড়ি আছে, পরিবার সেখানে চলে গেছে। ছয় মাস আগে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়েছি—কেউ একটি প্রমাণও দেখাতে পারেনি। যারা এই মিথ্যাচার করেছে, তাদের বিরুদ্ধে কি কেউ ব্যবস্থা নিয়েছে?”
জুলাই আন্দোলন-সংক্রান্ত মামলায় জামিন দেওয়ার বিষয়ে নিজের কোনো ভূমিকা নেই বলেও দাবি করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, “জুলাইয়ের ঘটনায় যে জামিনগুলো হয়েছে, তার প্রায় ৯০ শতাংশ হাইকোর্ট দিয়েছে। হাইকোর্টের বিচারক যদি জামিন দেন, সেটা বিচারকের দায়িত্ব। সেখানে আমার কোনো ক্ষমতা নেই। বিচারকদের নিয়ন্ত্রণের দায়িত্ব প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের।”
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে টার্গেট করা হচ্ছে। “আমার নাম জড়িয়ে গালি দিলে ভিউ বাড়ে, টাকা আসে। আবার আমাকে দুর্বল করলে একটি বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহজ হয়—এই দুই কারণেই আমাকে দায়ী করা হচ্ছে,” বলেন তিনি।
সবাইকে আত্মসমালোচনার আহ্বান জানিয়ে ড. আসিফ নজরুল বলেন, “আমাদের সবারই উচিত নিজেদের সীমাবদ্ধতা ও শক্তি বোঝা। পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই আমরা ধীরে ধীরে সংস্কারের পথে এগোতে পারবো।”