মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নতুন বছরের শুরুতে তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি হাদি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে সোচ্চার হয়েছে গ্রীন ভয়েস নীলফামারী জেলা শাখা ও নীলফামারী সরকারি কলেজ শাখা।
মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গ্রীন ভয়েসের যৌথ উদ্যোগে সবুজ পাঠশালার ২০ জন শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের প্রকোপে যখন দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখন এই উদ্যোগ ক্ষুদ্র হলেও ছিল আন্তরিক ও মানবিক এক প্রয়াস।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির পাশাপাশি পোস্টার হাতে অংশগ্রহণকারীরা হাদি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, একটি মানবিক, নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হলে প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা অপরিহার্য।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—সাকিল ইসলাম, সভাপতি, গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখা, আব্দুল্লাহ আল মামুন, সহ-সমন্বয়ক, গ্রীন ভয়েস নীলফামারী জেলা শাখা, তুষার, সদস্য, কলেজ শাখা,জয়ন্ত রায়, কোষাধ্যক্ষ, কলেজ শাখা,জবা রায়, সহ-সাংগঠনিক সম্পাদক, কলেজ শাখা,আজিজা নেহা, সদস্য, কলেজ শাখা,রানী আক্তার, সদস্য, জেলা শাখা,রোহান ও দোলা, সদস্য, জেলা শাখা।
বক্তারা আরও বলেন, গ্রীন ভয়েস মানবতা, পরিবেশ ও ন্যায়ের পক্ষে সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে। সমাজে অন্যায়, সহিংসতা ও অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখাই সংগঠনের মূল লক্ষ্য।
গ্রীন ভয়েস নীলফামারী জেলা শাখা ও নীলফামারী সরকারি কলেজ শাখা আগামীতেও এ ধরনের মানবিক, সামাজিক ও ন্যায়ভিত্তিক আন্দোলন ও কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করে।