১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৭ হিজরি

নলছিটিতে তুলি ড্রয়িং একাডেমির বর্ষবরণ ও নবীন বরণ উৎসব অনুষ্ঠিত

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে তুলি ড্রয়িং একাডেমির উদ্যোগে বর্ষবরণ উৎসব–২০২৬ ও নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে নলছিটি মার্চেন্টস স্কুল রোডে অবস্থিত তুলি ড্রয়িং একাডেমির নিজস্ব প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুলি ড্রয়িং একাডেমির সভাপতি মো. মামুন খান। শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীরা চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মনিরুজ্জামান, এমদাদুল হক, সারা পারভিন রিংকু, প্রভাষক দেলোয়ার হোসেন পান্নু, সাংবাদিক মো. মাহবুব তালুকদার, মোর্শেদুল ইসলাম, মো. কবির খান ও নাসরিন।
সভাপতির বক্তব্যে মো. মামুন খান বলেন,
“বর্তমান সময়ে শিশুরা ইলেকট্রনিক ডিভাইসের প্রতি অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছে। এ অবস্থা থেকে তাদের বের করে আনতে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। তুলি ড্রয়িং একাডেমির মতো প্রতিষ্ঠানে ড্রয়িং, সুন্দর হাতের লেখা ও আবৃত্তির চর্চা শিশুদের সৃজনশীল করে তোলে। এসব কর্মকাণ্ডে যুক্ত থাকলে শিশুরা ধীরে ধীরে ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে সরে এসে সামাজিক আচরণ, কথাবার্তা ও সুস্থ মানসিক বিকাশে অভ্যস্ত হয়ে উঠবে।”
উল্লেখ্য, ২০১৫ সালে নলছিটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে তুলি ড্রয়িং একাডেমি। এটি নলছিটির প্রথম ও একমাত্র চিত্রাঙ্কন (আর্ট) স্কুল। প্রতিষ্ঠার পর থেকে একাডেমিটি সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। এখানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের যত্নসহকারে ড্রয়িং, সুন্দর হাতের লেখা ও আবৃত্তি শিক্ষা দেওয়া হয়।
অনুষ্ঠানটি অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top