১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে। সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় পৃথক চারটি অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করে।

অভিযানকালে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপি, শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে ৬টি এবং ফকিরপাড়া গ্রাম থেকে ৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। একই সময়ে মাসুদপুর বিওপি, শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে আরও ৪টি এবং ওয়াহেদপুর বিওপি, শিবগঞ্জ থানাধীন সূর্যনারায়নপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম থেকে ২টি গরু জব্দ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত ১৬টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা নির্ধারণ করা হয়। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা তৎপর রয়েছে।”

তিনি আরও বলেন, “সাম্প্রতিক শীত মৌসুমে সীমান্ত এলাকায় চোরাচালানের প্রবণতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় বিজিবির টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেও বিজিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top