মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
শীতের তীব্রতায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। শনিবার (১০ জানুয়ারি) পুনাক নীলফামারীর আয়োজনে নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল শেডে তিন শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মানবিক এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী আফরোজা হেলেন।
এ সময় তিনি বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই পুনাকের মূল দর্শন। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক রংপুর রেঞ্জের উপদেষ্টা শাহানা আক্তার, কেন্দ্রীয় পুনাকের যুগ্ম সাধারণ সম্পাদিকা ওয়াহিদা ওয়াহাব, পুনাক রংপুর মেট্রোপলিটন পুলিশের সভানেত্রী মাহমুদা হোসেন, কেন্দ্রীয় পুনাকের যোগাযোগ সম্পাদিকা মাসরফা তাসনিম, কার্যনির্বাহী সদস্য (সাংস্কৃতিক) কাজী বন্যা আহম্মেদ এবং কার্যনির্বাহী সদস্য (সাংগঠনিক) ফাহমিদা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক নীলফামারীর সভানেত্রী শাহরিন হোসেন। তিনি বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘবে পুনাক নীলফামারী সবসময় মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.বি.এম ফয়জুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদীসহ পুনাক নীলফামারীর সহ-সভানেত্রী, সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগী অসহায় মানুষদের চোখেমুখে ছিল স্বস্তি আর কৃতজ্ঞতার ছাপ। মানবতার উষ্ণতায় শীত জয়ের এই প্রয়াস স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।