১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৭ হিজরি

বগুড়া আদমদীঘিতে ঐক্যের প্রান্নাথপুরের শীতবস্ত্র পেলেন দুই শতাধিক শীতার্ত

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে দুই শতাধীক শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সান্তাহার ইউনিয়নের প্রান্নাথপুর জামে মসজিদ ও হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গনে সামাজিক সংগঠন ‘ঐক্যের প্রান্নাথপুর’ এই আয়োজন করে।

সেখানে ওই সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার সাগর খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সহ-সভাপতি সাগর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক বাঁধন প্রামানিক ও দপ্তর বিষয়ক সম্পাদক মতিউর রহমান প্রমূখ।

সংগঠনের নেতৃবৃন্দরা জানান, ঐক্যের প্রান্নাথপুর একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন। তাঁরা দরিদ্রদের শিক্ষা সহায়তা, মাদকবিরোধী ক্যাম্পেইন, ক্রীড়া ও সাংস্কৃতিক, জনসচেতনতামূলক সভা ও নানা ধরনের সামাজিক কার্মকান্ড করে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছর ‘ঐক্যের মানবতার চাদর ২০২৬’ শীর্ষক কর্মসূচির আওতায় দুই শতাধীক শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top