১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৭ হিজরি

ভোরে মসজিদের মাইকে ‘চোর’ ঘোষণা—লজ্জা ও অপমানে আত্মহত্যা যুবকের

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে চুরির অপবাদ ও সামাজিক অপমান সহ্য করতে না পেরে রোকনুজ্জামান (৪০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) সকালে বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গুয়াবাড়ি এলাকায় হৃদয়বিদারক এই ঘটনা ঘটে।
নিহত রোকনুজ্জামান ওই এলাকার জহিরুল ইসলাম বাট্টুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রোকনুজ্জামানের বাড়ির পাশ থেকে আব্দুর রশীদ নামে এক ব্যক্তির একটি গরু নিখোঁজ হয়। পরে সন্ধ্যার দিকে গরুটির সন্ধান পাওয়া গেলে কোনো প্রকার প্রমাণ ছাড়াই রোকনুজ্জামানের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। ওই রাতেই তাকে ডেকে এনে স্থানীয়ভাবে সালিশ বসানো হয়। সালিশ চলাকালে তার কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এরপর শনিবার ভোরে গরুর মালিক আব্দুর রশীদ মসজিদের মাইকে রোকনুজ্জামানকে ‘চোর’ হিসেবে ঘোষণা দেন। প্রকাশ্য এই অপমান ও মানসিক চাপে ভেঙে পড়ে রোকনুজ্জামান নিজ ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় ইউপি সদস্য মোস্তফা আলী বলেন, “গতকাল রাতে রোকনুজ্জামানকে চুরির অভিযোগে ডেকে এনে সালিশ করা হয় এবং তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। সকালে শুনতে পাই সে আত্মহত্যা করেছে।”

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করছেন, বিচারবহির্ভূত সালিশ ও প্রকাশ্যে অপমানের মতো অমানবিক আচরণই একটি প্রাণ কেড়ে নিল। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top