রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:
গতকাল বিকেল ৪ টার সময় আসনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথিঃ উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শামসুদ্দিন আহমেদ মালিথা। সাবেক সভাপতি, ঈশ্বরদী উপজেলা বিএনপি। প্রধান বক্তাঃ এস এম ফজলুর রহমান আহ্বায়ক, প্রস্তাবিত কমিটি, ঈশ্বরদী পৌর বিএনপি।
বিশেষ বক্তাঃমোঃ ফিরোজ ইফতেখার পাপ্পা সাবেক আহ্বায়ক, সাঁড়া ইউনিয়ন যুবদল, সভাপতিত্ব করবেনঃ মোঃ আক্কাস আলী খাঁন সাবেক সভাপতি, সাঁড়া ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আনোয়ার হোসেন জনি সাবেক কাউন্সিলর ঈশ্বরদী পৌরসভা।
দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সাঁড়া ইউনিয়ন শাখা।
বক্তরা তার রুহের মাগফেরাত কামনা করছে
এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চেয়েছেন। দোয়া ও মিলাদ মাহফিলে সার্বিক সহযোগিতা করেছেন আরামবাড়িয়া যুবদলের সোহান পারভেজ বিপু, যুবদল নেতা, আবির হাসান সামুন- সাবেক সাংগঠনিক সম্পাদক- সাঁড়া ইউনিয়ন বি এনপি, আনোয়ারুল ইসলাম-যুবদল নেতা,
মুরশেদ আলম – সাবেক সভাপতি সাঁড়া ইউনিয়ন বি এনপি, নাবিক মন্ডল- যুবদল নেতা, সিহাবুল হাসান,-যুবদল নেতা,সাইদুর রহমান,অলিপ হাসান- যুবদল নেতা শিমুল প্রাঃ। মনোয়ারুল ইসলাম হিটলার পো প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন (জনী),
বকুল যুবদল নেতা সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।