১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৭ হিজরি

রক্তাক্ত ফটিকছড়ি নিহত ১ আহত ১

মোহাম্মদ রকিবুল হক (শাকিল), ‎ফটিকছড়ি প্রতিনিধি:

‎চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন (৩২) নিহত হয়েছেন। এ সময় গুলিতে আরও একজন আহত হয়েছেন।

‎শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লেলাং ইউপির ৪নং ওয়ার্ডের শাহনগর দীঘিরপাড় এলাকায় হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে জামাল মারা যান। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

‎জানা যায়- নিহতের নাম জামাল প্রকাশ ওরফে ছোট জামাল। গুরুতর আহতের নাম নাছির। তারা দুজনই শাহনগর এলাকার বাসিন্দা। তবে কারা বা কী কারণে তাদের গুলি চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্বৃত্তের গুলিতে তারা আহত হন। পরে ছোট জামালের মৃত্যু হয়েছে। নাছিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎ফটিকছড়ি থানা পুলিশের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। তবে কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে কারা জড়িত-সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

‎লেলাং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের অন্ধকারে বহিরাগত কয়েকজন সশস্ত্র ব্যক্তি এসে জামালকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হামলায় অপর একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।

‎তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।

‎ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত পরে জানা যাবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top