এম,এ,করিম ভুঁইয়া,পরশুরাম প্রতিনিধি:
পরশুরামে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করেন পরশুরাম প্রেসক্লাব।
১০ জানুয়ারি (শনিবার) বিকেলে পরশুরাম প্রেসক্লাবে প্রায় শতাধিক হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পরশুরাম প্রেস ক্লাব।
শীতার্ত মানুষের শীত নিবারণে তাদের পাশে দাঁড়িয়েছে পরশুরামে সাংবাদিকদের একমাত্র সংগঠন পরশুরাম প্রেস ক্লাব।
পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাফায়াত আকতার নূর।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফুল ইসলাম।
অতিথিবৃন্দ এ সময় শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেন। শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, অসহায় ও হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ নিয়েছে প্রেস ক্লাব। এতে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল ও প্রতিবন্ধী মানুষ উষ্ণতা পেয়েছে। এতে তাদের শীতের কষ্ট কিছুটা লাঘব হবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরশুরাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন,ক্লাবের সহ-সভাপতি সবির আহমদ ফোরকান,সহ- সম্পাদক আজমির হোসেন মিশু, কোষাধ্যক্ষ জয়নুল আবেদিন,সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা,ক্রীড়া সম্পাদক মোঃ ইব্রাহিম,সদস্য ইয়াকুব নবী রিয়াজ,সদস্য এম এ করিম ভূঁইয়া প্রমুখ।