১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরন করেন পরশুরাম প্রেসক্লাব

এম,এ,করিম ভুঁইয়া,পরশুরাম প্রতিনিধি:

পরশুরামে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করেন পরশুরাম প্রেসক্লাব।

১০ জানুয়ারি (শনিবার) বিকেলে পরশুরাম প্রেসক্লাবে প্রায় শতাধিক হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ‎পরশুরাম প্রেস ক্লাব।

‎শীতার্ত মানুষের শীত নিবারণে তাদের পাশে দাঁড়িয়েছে পরশুরামে সাংবাদিকদের একমাত্র সংগঠন পরশুরাম প্রেস ক্লাব।

পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাফায়াত আকতার নূর।

‎এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফুল ইসলাম।

‎অতিথিবৃন্দ এ সময় শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেন। শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, অসহায় ও হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ নিয়েছে প্রেস ক্লাব। এতে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল ও  প্রতিবন্ধী মানুষ উষ্ণতা পেয়েছে। এতে তাদের শীতের কষ্ট কিছুটা লাঘব হবে।

‎শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরশুরাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন,ক্লাবের সহ-সভাপতি সবির আহমদ ফোরকান,সহ- সম্পাদক আজমির হোসেন মিশু, কোষাধ্যক্ষ জয়নুল আবেদিন,সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা,ক্রীড়া সম্পাদক মোঃ ইব্রাহিম,সদস্য ইয়াকুব নবী রিয়াজ,সদস্য এম এ করিম ভূঁইয়া প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top