মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ
প্রকৃতির আর্শীবাদপুষ্ট তিস্তা নদীর অস্তিত্ব রক্ষায় এবং অবৈধ পাথর উত্তোলনের মহোৎসব রুখতে নীলফামারীর ডিমলায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র নদী থেকে পাথর লুণ্ঠনের অপচেষ্টা চালিয়ে গেলেও তা নস্যাৎ করে দিতে তৎপর রয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এরই ধারাবাহিকতায়, শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার ডালিয়া এলাকায় তিস্তাপাড়ের বুক চিরে অবৈধভাবে পাথর পরিবহনের সময় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাথর বোঝাই দুটি ট্রাক্টর জব্দ করে প্রশাসনের আভিযানিক দল।
উক্ত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির এবং নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ ইমাম মোশারফ। আভিযানিক দলটিকে সার্বিক সহায়তা প্রদান করে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল এবং স্থানীয় গ্রাম পুলিশ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীর ভারসাম্য রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও কঠোরভাবে পরিচালিত হবে। কোনোভাবেই নদী বিধ্বংসী এই পাথর লুট বরদাস্ত করা হবে না। জনসচেতনতা বৃদ্ধি এবং নদী রক্ষায় প্রশাসনের এই ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।