মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক প্রণীত গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৫ অনুসারে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় অবস্থিত রশিক নগর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দীঘিনালার কৃতি সন্তান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী জনাব মুহাঃ আব্দুল হালিম।
গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
নতুন সভাপতির মনোনয়নের খবরে মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ উপলক্ষে মাদ্রাসা পরিচালনা কমিটি ও সকল শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে নবমনোনিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নবনিযুক্ত সভাপতি মুহাঃ আব্দুল হালিম তার প্রতিক্রিয়ায় বলেন, তিনি রশিক নগর দাখিল মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে সর্বাত্মকভাবে কাজ করবেন।
স্থানীয় শিক্ষা সচেতন মহল মনে করছেন, তার অভিজ্ঞতা ও মেধা এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।