মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ফকিরের মোড় এলাকায় মোটরসাইকেল ও গরুবোঝাই নসিমন (ভটভটি)-এর মুখোমুখি সংঘর্ষে নয়ন (১৭) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত নয়ন চন্দ্র রায় সদর উপজেলার হরতকিতলা এলাকার চিরঞ্জিত চন্দ্র রায়ের একমাত্র পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারী শহর থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই নসিমনের সঙ্গে ফকিরের মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে আরোহী নয়ন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আব্দুল খালেক মাসুদ বলেন, “দুর্ঘটনার পরপরই আহতের অবস্থা গুরুতর দেখে আমরা দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুরে পাঠান।”
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও গরুবোঝাই ভটভটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর ভটভটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ দুর্ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।