১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

নাইট ক্রিকেট ফাইনালের সুযোগে পলাশবাড়ীতে ৫ ভরি স্বর্ণালংকার চুরি

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর পলাশবাড়ী এলাকায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে টার্গেট করে একটি পরিবারের বাড়িতে সংঘটিত হয়েছে পরিকল্পিত ও দুঃসাহসিক চুরির ঘটনা। এ ঘটনায় একটি বাড়ি থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী মো. নুর হোসেন (৪০) জানান, গত ২৮ ডিসেম্বর রাতে স্থানীয় একটি মাঠে অনুষ্ঠিত নাইট ক্রিকেট টুর্নামেন্ট–এর ফাইনাল খেলা দেখতে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে তালা দিয়ে বাইরে যান। এই সুযোগে অজ্ঞাতনামা চোরচক্র বাড়ির দক্ষিণ পাশের নতুন নির্মিত ঘরের ছাদ বেয়ে শয়নকক্ষে প্রবেশ করে।

চোরেরা ঘরের ভেতরে ঢুকে বেডসাইড টেবিল ও বড় খাটের একাধিক ড্রয়ার ভেঙে নারী ও শিশুর ব্যবহৃত স্বর্ণের গলার হার, টিকলি, চুড়ি, কানের দুল, চেইন ও চারটি আংটিসহ আনুমানিক ৫ ভরি স্বর্ণালংকার কৌশলে লুট করে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে মো. নুর হোসেন দ্রুত বাড়িতে এসে বিষয়টি নিশ্চিত করেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চালানো হলেও এখন পর্যন্ত চোর বা স্বর্ণালংকারের কোনো সন্ধান মেলেনি।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী নুর হোসেন অভিযোগ করে বলেন, “ঘটনার দিন আমাদের বাড়িতে কাঠমিস্ত্রি শফিকুল ইসলাম ও রাজমিস্ত্রি সাদ্দাম কাজ করছিলেন। তাদের চালচলনে সন্দেহ হওয়ায় আমি মনে করি, তারাই এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।”

এদিকে এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বিনোদনমূলক আয়োজন বা বড় কোনো ইভেন্টকে কেন্দ্র করে ফাঁকা বাড়ি চিহ্নিত করে সংঘবদ্ধ চোরচক্র পরিকল্পিতভাবে চুরি সংঘটিত করছে।

ভুক্তভোগী পরিবার এ ঘটনায় নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে নীলফামারী সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই সজিব বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top