১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে যুবলীগ নেতা ও ভিসা প্রতারকসহ ৭ জন গ্রেফতার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে এক যুবলীগ নেতা, ভিসা প্রতারক ও অনলাইন জুয়ারিরসহ সাতজনকে পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রোববার সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বক জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ সদর ইউনিয়নের যুবলীগ নেতা হুমায়ুন কবির (৫৩)। এছাড়া ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ারির অভিযোগে গ্রেফতার হয়েছেন নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রামের আবু আলম (২০) ও লাল মিয়া (২১), কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজে ডুমুরিয়া ডাকুপাড়া গ্রামের বুলবুল মিয়া (৪৫), গফফার মিয়া (৩২), মঞ্জুরুল (২২) ও সেলিম (২২)।

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতা হুমায়ুন কবিরকে কিশোরগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়। একই রাতে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়। তাদের মোবাইল পরীক্ষা করে অপরাধমূলক আলামত পাওয়া গেছে। মামলা পূর্বক তারা রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

এদিকে, পুলিশের এই অভিযান স্বচ্ছ ও দ্রুত পদক্ষেপের উদাহরণ হিসেবে স্থানীয় জনসাধারণের প্রশংসা কুড়িয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top