১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে সড়ক সংস্কারে ইটের বদলে কয়লার ব্যবহার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে নজিরবিহীন দুর্নীতি ও নিম্নমানের নির্মাণের অভিযোগ উঠেছে। বড়ভিটা বাজার থেকে কচুকাটা পর্যন্ত ৬.৯ কিলোমিটার সড়কের জন্য বরাদ্দ ৯ কোটি ৩৫ লাখ টাকার কাজে, ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আমিনুল ও মোস্তাফিজার জেভি’ ইটের পরিবর্তে চার ইঞ্চি পুরু কয়লা ও সিমেন্টের মিশ্রণ ব্যবহার করে সিসি ঢালাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, শনিবার এই জালিয়াতি ধরার পর ঠিকাদারি পক্ষ এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, প্রতিবাদকারীদের চাঁদাবাজি ও ভয়ভীতি দেখানো হয়েছে। জনরোষের মুখে রবিবার সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কান্দুরা মোড় থেকে কয়লা মিশ্রিত মালামালসহ তিনটি মিক্সার গাড়ি সরিয়ে নিতে বাধ্য করা হয়।

স্থানীয়দের অভিযোগ, “সরকারি কোটি কোটি টাকা লুটপাটের জন্য আমাদের চোখের সামনে ইটের বদলে কয়লা ব্যবহার করা হচ্ছিল। প্রতিবাদ করলে চাঁদাবাজি ও ভয় দেখানো হচ্ছে।”

উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান জানিয়েছেন, কান্দুরা মোড় এলাকার কয়লা দিয়ে ঢালাই ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে এবং পশ্চিমপাড়া এলাকার নমুনা ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এলজিইডি নীলফামারী নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান বলেন, “কয়লা দিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। কেউ করলে তা পুনরায় ঠিক করতে হবে। এ বিষয়ে এখনও আমাকে কেউ জানাননি।”

স্থানীয়রা দাবি করেছেন, এই দুর্নীতির পেছনে প্রভাবশালী মহলের মদদ থাকতে পারে এবং দ্রুত তদন্ত সাপেক্ষে দোষী ঠিকাদারের লাইসেন্স বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top