১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে সরকারি খাস জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজার এলাকায় সরকারি খাস জমি অবৈধভাবে দখল, বিক্রি ও অনুমোদনবিহীন স্থাপনা নির্মাণের প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে জেলার সর্বস্তরের জনগণ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় নীলফামারী চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক সাধারণ মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে গণস্বাক্ষর সংগ্রহ করা হয় এবং অবৈধ দখল উচ্ছেদ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের কাঞ্চনপাড়া মোড়ের পূর্ব পাশে অবস্থিত সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের দখলে রয়েছে। অবৈধভাবে জমি বিক্রি ও পাকা স্থাপনা নির্মাণের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাৎ করা হচ্ছে। বিষয়টি একাধিকবার গণমাধ্যমে প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বক্তারা জানান, ব্রোথনাথ রায়ের পুত্র জয়ন্ত রায় গত বছরের ২১ ডিসেম্বর সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে সেখানে পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেন। এর আগেও প্রায় চার বছর আগে তিনি একই এলাকায় আনুমানিক চার শতক সরকারি খাস জমি দখল করে তিনটি পাকা দোকানঘর নির্মাণ করেন, যা এখনো বহাল রয়েছে। নিজস্ব প্রায় ৩০ বিঘা জমি থাকা সত্ত্বেও তিনি সরকারি জমি দখলের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাতের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়।

এছাড়াও বক্তারা অভিযোগ করেন, একই এলাকার মো. আফজাল হোসেন প্রায় ২০০ মিটার সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে একটি দোকান মার্কেট নির্মাণ করেছেন। বর্তমানে সেখানে ৮টি দোকানঘর রয়েছে। শুধু তাই নয়, তিনি দখলকৃত সরকারি জমি অবৈধভাবে পাঁচজনের কাছে বিক্রি করেছেন, যা রাষ্ট্রীয় সম্পত্তির সরাসরি অবৈধ হস্তান্তরের শামিল।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে প্রশাসন যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তবে সংবাদ সম্মেলনসহ আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top