১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষক নিহত

সজীব হাসান, ( বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার কাহালুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোমিন (৪৫) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) বিকালে উপজেলার মালঞ্চা ইউনিয়ন পরিষদের পাশে ঈদগাহ মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাটিহাঁস এলাকার বাসিন্দা এবং পেশায় তিনি একজন মাদরাসা শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দুপুরে মোমিন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যান। দুর্ঘটনার সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন। তিনি বলেন, আমি ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলাম।

দুর্ঘটনাটি দেখে দ্রুত গাড়ি থামিয়ে পুলিশ ও প্রশাসনকে অবহিত করি এবং শোকার্ত স্থানীয় মানুষদের শান্ত করার চেষ্টা করি। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top