১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক নির্বাচিত মনোয়ারা আক্তার

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত উপজেলা পর্যায়ের জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মাদ্রাসা ক্যাটাগরিতে দীঘিনালা উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসার সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষক জনাব মনোয়ারা আক্তার।

মনোয়ারা আক্তার শিক্ষা জীবনে এম.এ ও বি.এড ডিগ্রি অর্জন করেন এবং নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সামাজিক বিজ্ঞান বিষয়ে শিক্ষক হিসেবে উক্ত মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত হন। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানে নিয়োজিত রয়েছেন।

মনোয়ারা আক্তার দীঘিনালা উপজেলার ছোট মেরুং সওদাগর পাড়া এলাকার মরহুম আবদুর রাজ্জাক সওদাগর ও মরহুমা রোকেয়া বেগমের কনিষ্ঠ কন্যা।
উল্লেখ্য, মনোয়ারা আক্তারের স্বামী রশিক নগর দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক। শিক্ষক দম্পতি হিসেবে তারা দুজনই শিক্ষা বিস্তারে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন, যা দীঘিনালার শিক্ষা অঙ্গনে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এই অর্জনে তাঁর স্বামীসহ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অংশীজনদের পাশাপাশি মাদ্রাসার সুপার, পরিচালনা কমিটি, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে আয়োজক কমিটি তথা দীঘিনালা উপজেলা শিক্ষা অফিসার এবং নির্ধারিত বিচারকমণ্ডলীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এদিকে তাঁর এই কৃতিত্বকে স্বীকৃতি জানিয়ে ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আগামীতে খাগড়াছড়ি জেলা পর্যায়ে জেলা শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার জন্য তাঁর প্রতি সবার দোয়া ও শুভকামনা অব্যাহত

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top