মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের মাশালিয়া গ্রামের মাঠে এক কৃষকের ২০ শতাংশ জমির পেঁয়াজের বীজতলা ও ২০ শতাংশ ভুট্টা ক্ষেতে বিষ দিয়ে ক্ষতি সাধন করেছে দুবৃত্তরা।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখাযায়, পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুব হোসেন মালেকের পেঁয়াজের বীজতলা ২০ শতাংশ জমিতে বিষ (বনমারা) ও পাশেই আর একটি জমিতে একই মালিকের ২০ শতাংশ ভুট্টা ক্ষেতে বিষ প্রয়োগ করে ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে।
ইউপি সদস্য মাহবুব হোসেন মালেক বলেন, সাড়ে ৩ কেজি পেঁয়াজের দানা দিয়েছিলাম পেঁয়াজ লাগানোর জন্য। পেঁয়াজের জমি রেডি করে লাগানোর ঠিক আগ মূহুর্তে আমার এ ক্ষতি করা হয়েছে। পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে ক্ষতি সাধনের জন্যই এমন করা হচ্ছে। ইতিপূর্বেও আমার এমন ক্ষতি করা হয়েছে।
তিনি বলেন, গত বছর ধানের ক্ষেতে বনমারা দেওয়া হয়েছিল এবং আমার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। বিগত ১০ বছর ধরে ইউপি সদস্য হিসাবে দায়িত্ব পালন করছি। এলাকার মধ্যে কখনো আওয়ামী লীগ-বিএনপি দেখিনি। সবার সাথে একই রকম আচরণ করে আসছি। আমি ১০ পাখি জমিতে এ পেঁয়াজ লাগাতাম। কিন্তু তা আর হলো না। এ ঘটনায় আমি সর্বশান্ত হয়ে পড়েছি। আমার পরিবার কৃষি কাজের উপর নির্ভর। আমি প্রশাসনের নিকট বিচার দাবী করছি।
পাংশা উপজেলা কৃষি অফিসার তোফাজ্জল হোসেনে বলেন, বিষয় টি দুঃখ জনক। ফসলের সাথে এমন শত্রুতা মেনে নেওয়া সম্ভব নয়। একজন কৃষকের স্বপ্ন ভঙ্গ হলো। এদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন। এ ক্ষতিগ্রস্থ কৃষককে প্রনোদনার আওতায় এনে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।