১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

‘জনযাত্রা’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ১৬ জানুয়ারি

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাধিক নেতা ও জুলাই গণ–অভ্যুত্থানে সক্রিয় ছাত্রনেতাদের উদ্যোগে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ‘জনযাত্রা’ নামের এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী ১৬ জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত নতুন প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন। এ ছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসুও এতে যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। উদ্যোক্তারা বলছেন, ভিন্নধর্মী ও বিকল্প রাজনৈতিক চর্চার সূচনা করাই তাদের লক্ষ্য।

নতুন এই উদ্যোগে প্রগতিশীল শিক্ষক, বুদ্ধিজীবী ও বিভিন্ন সামাজিক আন্দোলনের অভিজ্ঞ ব্যক্তিরা দিকনির্দেশনার ভূমিকায় থাকবেন। তবে মূল নেতৃত্বে থাকবেন তরুণরাই।

এ বিষয়ে মেঘমল্লার বসু বলেন, ‘নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার জন্য দীর্ঘদিন ধরেই একটি প্ল্যাটফর্ম গড়ার প্রস্তুতি চলছিল। ১৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে “জনযাত্রা”র আত্মপ্রকাশ হবে।’

উদ্যোক্তারা জানান, গণতান্ত্রিক সমাজতন্ত্রের আদর্শে একটি রাজনৈতিক দল গঠনের লক্ষ্য নিয়েই প্ল্যাটফর্মটির যাত্রা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তত ছয় মাস থেকে এক বছর এটি একটি প্ল্যাটফর্ম হিসেবেই সক্রিয় থাকবে। এই সময়ে নীতি সংলাপ, নাগরিক সংগঠন গড়ে তোলা এবং সামাজিক আন্দোলনে সম্পৃক্ত থাকার পরিকল্পনা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ছয় মাস থেকে এক বছরের মধ্যে এটিকে পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপ দেওয়ার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে প্ল্যাটফর্মটির গঠনতন্ত্র ও রাজনৈতিক–অর্থনৈতিক কর্মসূচি প্রণয়নের কাজ চলছে। উদ্যোক্তাদের দাবি, জুলাই গণ–অভ্যুত্থানের পর থেকেই নতুন রাজনৈতিক শক্তি গঠনের বিষয়ে আলোচনা চলছিল এবং ধারাবাহিক সভা–সমাবেশের মধ্য দিয়ে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার পর দলটির অন্তত ১৬ জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেন। তাদের কয়েকজন এই নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। তবে এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন জানিয়েছেন, তিনি এখনো কোনো নতুন প্ল্যাটফর্মে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেননি।

অনিক রায় বলেন, ‘ছাত্রসংগঠন, সামাজিক আন্দোলন ও বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে আলোচনা করেই এই প্ল্যাটফর্ম সাজানো হচ্ছে। শুরুতে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে, এরপর ধাপে ধাপে আরও অনেকে যুক্ত হবেন।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top