১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য – মাসুমা হাদি

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটা জরিপে দেখা গিয়েছিল মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই উৎসাহিত ছিলেন। আমার ওসমানের সাথের অনেক মেধাবি ছাত্র বিদেশে পাড়ি জমিয়েছেন। কিন্তু আমি ওসমানকে দেশের জন্য রেখেছিলাম। ঘাতকরা শুধু ওসমানকে হত্যা করেনি তারা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত করেছে।

সোমবার( ১২ জানুয়ারি) রাতে নলছিটি উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ ওসমান হাদি ব্যডমিন্টন টূর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি।

তিনি আরও বলেন, যারা ওসমান হাদিকে তারা চায় না দেশে মেধাবীরা রাজনীতি করুক। দেশে বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা হোক।

নলছিটির শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত টূর্নামেন্টে মোট ১২ টি দল অংশ নিয়েছে। বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এসময় আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) জোবায়ের হাবিব, সহকারী কমিশনার( ভূমি) রিজভী আহমেদ সবুজ, শহীদ শরীফ ওসমান হাদির ভগ্নিপতি মনির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আদিফ হাসান প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top