নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে ডেকে এনে এ ঘটনার বিষয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক ওই গুলিবর্ষণে ১২ বছর বয়সী এক শিশু হুজাইফা গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং এটি দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্য ক্ষতিকর।
বৈঠকে বাংলাদেশ মিয়ানমারকে এই ঘটনার পূর্ণ দায় গ্রহণের আহ্বান জানায় এবং ভবিষ্যতে যেন সীমান্ত অতিক্রম করে এ ধরনের গুলিবর্ষণ আর না ঘটে, সে জন্য কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি তোলে। পাশাপাশি বলা হয়, মিয়ানমারের অভ্যন্তরে যে পরিস্থিতিই থাকুক না কেন, তার কোনো প্রভাব যেন বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ও জীবিকায় না পড়ে—এটি নিশ্চিত করা তাদের দায়িত্ব।
এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং আহত শিশুসহ তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।