১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

নলছিটিতে প্যানেল চেয়ারম্যান শাহ আলমের অপসারণ দাবিতে ইউপি সদস্য ও জনগণের বিক্ষোভ

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার ৭নং নাচনমহল ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তার অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিষদের ইউপি সদস্যবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে, প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম দায়িত্ব পাওয়ার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে আসছেন। তার বিরুদ্ধে প্রধান অভিযোগগুলো হলো:
ট্যাক্সের টাকা আত্মসাৎ: ইউনিয়নের সাধারণ মানুষের কাছ থেকে আদায়কৃত ট্যাক্সের একটি বড় অংশ সরকারি কোষাগারে জমা না দিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করা।
পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দের টাকা কাজ না করেই ভুয়া ভাউচারের মাধ্যমে উত্তোলন ও আত্মসাৎ।
পরিষদের অন্যান্য সদস্যদের তোয়াক্কা না করে একক সিদ্ধান্তে কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষকে সেবা দিতে হয়রানি করা।
জনরোষ ও আন্দোলন
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ইউপি সদস্যরা জানান, শাহ আলমের দুর্নীতির কারণে ইউনিয়নের উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে পড়েছে। তারা বারবার প্রতিবাদ জানালেও কোনো সুরাহা না হওয়ায় সাধারণ জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
সমাবেশ থেকে আন্দোলনকারীরা স্লোগান দেন— “দুর্নীতিবাজ শাহ আলমের ঠাঁই নেই এই পরিষদে”, “জনগণের ট্যাক্সের টাকা ফেরত চাই”। বিক্ষোভ শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতিদ্রুত ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলমকে তার পদ থেকে অপসারণ করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে, আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top