১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

এলপিজি সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে নীলফামারীতে গ্যাস ডিলার–ব্যবসায়ীদের সঙ্গে ডিসির মতবিনিময়

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নীলফামারীর গ্যাস ডিলার ও ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসকের (ডিসি) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সভায় জেলার এলপিজি বাজারের বর্তমান পরিস্থিতি, সরবরাহ ঘাটতি, মূল্য নির্ধারণ ও ভোক্তা স্বার্থ সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

নীলফামারী জেলা এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবিএম মনজুরুল আলম সিয়াম এবং সদস্য সচিব মো. আক্তার হোসেন বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত মূল্যের সঙ্গে বিভিন্ন কোম্পানির নির্ধারিত বিক্রয়মূল্যের অসামঞ্জস্যতা রয়েছে, যা বাজারে বিভ্রান্তি তৈরি করছে। এ অবস্থায় তারা মোবাইল কোর্ট পরিচালনা বন্ধ রাখার আহ্বান জানান।

এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের সদস্য ও ওমেরা গ্যাস ডিলার বুলু জানান, বর্তমানে দেশে নিবন্ধিত ৩৪টি এলপিজি কোম্পানির মধ্যে মাত্র চার থেকে পাঁচটি কোম্পানি নিয়মিত গ্যাস সরবরাহ করছে। এর ফলে সংকট তৈরি হলেও নীলফামারীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামছুল ইসলাম এবং কৃষি বিপণন কেন্দ্রের বাজার মনিটরিং কর্মকর্তা এরশাদ আলম খান উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য শোনেন এবং এলপিজি বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ভোক্তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করা ও সংকট মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top