১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

এলজিইডির ক্রিলিকের সঙ্গে জলবায়ু বিষয়ক স্টাডি ও গবেষণা কাজ পরিচালনার জন্য ৫টি পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিনিধি:

মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম্প) প্রকল্প এর আওতাধিন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে জলবায়ু বিষয়ক স্টাডি ও গবেষণা কাজ পরিচালনার জন্য ৫টি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

ফার্মগুলো বিদ্যমান নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আধুনিকায়ণ বা উৎকর্ষ সাধন, ভিডিও ডকুমেন্টারি এবং প্রিন্ট উপকরণের ডকুমেন্টেশসের জন্য সংশ্লিষ্ট ফ্যাক্টশিট তৈরি করবে।

প্রশিক্ষণ ম্যানুয়াল বা উপকরণকে ছয়টি অ্যানিমেটেড এবং ইন্টারঅ্যাক্টিভ ই-লার্নিং কন্টেন্টে রূপান্তর করা। র‍্যাপিড ক্লাইমেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট দ্রুত জলবায়ু প্রভাব মূল্যায়ন করবে এবং জলবায়ু সহনশীলতা বিবেচনায় রেখে মানদণ্ড, পদ্ধতি এবং নির্দেশিকাগুলোর সমন্বয় সাধন করবে। এছাড়া বিগত ৩০ বছরের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির একটি পূর্ণাঙ্গ ডাটাবেস বা তালিকা তৈরি করাসহ উপকূলীয় এলাকায় উপজেলা পর্যায়ে সময়ের সাথে সাথে দুর্যোগের প্রকৃতি কিভাবে পরিবর্তিত হচ্ছে বা ক্ষয়ক্ষতির হার বাড়ছে কি না, তা খুঁজে বের করবে।

পাইলট জেলা যেমন, বরগুনা, ভোলা ও সাতক্ষীরা উপকূলীয় জেলাগুলোতে রাস্তা, কালভার্ট বা অন্যান্য গ্রামীণ স্থাপনা তৈরিতে বর্তমানে কী ধরনের উপকরণ (যেমন: ইট, বালু, সিমেন্ট বা বিশেষ কোনো মিশ্রণ) ব্যবহার করা হচ্ছে, তার একটি সঠিক চিত্র তুলে ধরবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫টি পরামর্শক ফার্মের পরিচালকগণ এবং এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সৈয়দা আসমা খাতুন, ক্রিম্প প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফ হোসেন, সিনিয়র সহকারী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও তন্ময় চক্রবর্তীসহ ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শকগণ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top