১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে কদম গাছ থেকে নব-মুসলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে লতাবর আদর্শপাড়া এলাকার কদম গাছ থেকে আলামিন ইসলাম ( ৬৫) নামে এক নব মুসলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে লতাবর আদর্শ পাড়ার একটি কদম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

“এলাকাবাসীর ভাষ্যমতে নিহত আলামিন ইসলাম প্রায় ৩০ /৪০ বছর আগে ভারত থেকে বাংলাদেশে আসেন। তার পূর্ব নাম ছিল গোবিন্দ চন্দ্র।স্থানীয়ভাবে সকলেই তাকে ‘গোবিন্দ’ বলে ডাকতো।

নিহত আলামিন ইসলাম ভারতের বাসিন্দা ছিলেন। তিনি বাংলাদেশে আসার পরে জাতীয় পরিচয় পত্রে তার বাবার নাম আছর মাহমুদ এবং বাংলাদেশের একজন ভোটার বলে জানিয়েছেন কালীগঞ্জ থানা পুলিশ। প্রকৃত পক্ষে ভারতে বসবাসরত কালীন তার বাবার নাম কি তা কেউ জানেন না।

এদিকে দীর্ঘ ২যুগ আগে কৌশলে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তিনি চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের আয়েশা নামের এক মুসলিম নারীকে বিয়ে করে সংসার জীবন শুরু করেন। এরপর থেকে গ্রামে সকলেই তাকে নব-মুসলিম ও আলামিন ইসলাম নামে লতাবর গ্রামে পরিচিতি লাভ করেন। সংসার জীবনে তার এক ছেলে সন্তান আছে। বর্তমানে সেই ছেলে ঢাকায় থেকে রাজমিস্ত্রীর কাজ করেন।

এ ব্যপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক সঙ্গে মুঠোফোন আলোচনা হলে তিনি দৈনিক আমার বাংলাদেশ সাংবাদিক কে বলেন, প্রায় ৩০/ ৪০ বছর আগে একাই তিনি বাংলাদেশে আসেন।পরে তার বিষয় খোঁজ খবর নিয়ে জেনেছি নিহত আলামিনের ভোটার আই,ডি কার্ডে তার বাবার নাম আছর মাহামদ, সেই হিসেবে সে হিসেবে আছর মাহমুদের ছেলে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। মযনা তদন্তের রির্পোট পেলে বুঝা যাবে আত্নহত্যা না অন্য কিছু সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সৃষ্ট ঘটনায় কালীগঞ্জ থানায় একটি ইউ ডি মামলা হয়েছে বলে জানান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top