১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবর মিথ্যা: প্রেস ব্রিফিং

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দীঘিনালা উপজেলা শাখার নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছেন—এমন খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার  (১৩ জানুয়ারি) দীঘিনালা উপজেলায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংগঠনটির নেতারা বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের যে সংবাদ প্রচার করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রকাশিত সংবাদে যাদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, তারা কেউই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য, সমর্থক বা কোনো পর্যায়ের দায়িত্বশীল নন। তারা পূর্ব থেকেই বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে।
নেতারা আরও বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।
এ সময় গণমাধ্যমকর্মীদের প্রতি সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা শাখার সেক্রেটারি আক্কাস আলী বলেন, একটি কুচক্রী মহল সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top