নিজস্ব প্রতিনিধি:
বিএনপি ক্ষমতায় গেলে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে মির্জা ফখরুল লেখেন, সেদিন ঢাকায় বিমানবন্দরে নামার পর তিনি ও তাঁর স্ত্রীকে এক তরুণ দম্পতি এগিয়ে এসে বলেন—“স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি।” জবাবে তিনি তাদের বলেন, “ইনশাআল্লাহ।”

পোস্টে তিনি আরও লেখেন, গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো এবং নির্বাচন নিয়ে সক্রিয় থাকা এক তরুণকে এভাবে হত্যা করা অত্যন্ত মর্মান্তিক। এই হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। শুধু হাদি নয়, মুবাসসির ও সাম্যসহ প্রতিটি রাজনৈতিক হত্যার বিচার এ দেশের মাটিতেই হবে—এমন অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
মির্জা ফখরুলের ভাষায়, “একটি তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে দমন করে যে অপরাধ সংঘটিত হয়েছে, তার ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ইনশাআল্লাহ, সেই বিচার হবেই।”