সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তুলাতুলি এলাকায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুইটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) দুপুরে পরিচালিত এ অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর আওতায় দুইটি পৃথক মামলায় মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক, নরসিংদী প্রসিকিউশন দাখিল করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।
এ সময় রায়পুরা থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনী অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন। অভিযানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ওষুধ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।