সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার সান্তাহারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সান্তাহার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে কায়েতপাড়া গ্রামে এই আয়োজন করা হয়।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও যুবদল নেতা আবুল বাশারের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল মহিত তালুকদার।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, গোলাম মোস্তফা, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের ভারপ্রাপ্ত আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলাদল নেত্রি এইচ এম মুক্তা, ওয়ার্ড বিএনপির সভাপতি রাজিবুল ইসলাম ভুট্টু, যুবদল নেতা কারমান আলী মাস্টার প্রমূখ।