মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ কায়দায় মাটির নিচে লুকিয়ে রাখা ফেনসিডিল ও বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-৫, রাজশাহী। এ সময় একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ এর একটি বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটির নিচে কৌশলে পুঁতে রাখা বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-৫।