মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের ঐতিহ্যবাহী কামাল্লা ডি আর এস উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপনের উদ্যোগে এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তারা তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।
এ সময় বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা জরুরি। সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষপর্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া মাহফিল শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।