১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

ফটিকছড়ির চাঞ্চল্যকর শিবির নেতা জামাল হত্যার রহস্য উন্মোচন, আসামি নাজিম গ্রেফতার

মোহাম্মদ রকিবুল হক শাকিল, ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে চা’ঞ্চ’ল্য’ক’র সাবেক শিবির নেতা ও গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দিন হ’ত্যা’কা’ণ্ডে’র র’হ’স্য উন্মোচিত হয়েছে। পুলিশ প্রযুক্তি, সিসিটিভি চিত্র বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ’ত্যা’কা’ণ্ডে সরাসরি সম্পৃক্ততার অ’ভি’যো’গে নাজিম উদ্দিন প্রকাশ বাইট্টা নাজিম (৫২) নামে এক আসামিকে গ্রে’ফ’তা’র করেছে। এ সময় নিহতের ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

গত ১০ জানুয়ারি ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগর দিঘিরপাড় এলাকায় অ’জ্ঞা’ত দু’র্বৃ’ত্ত’দে’র গুলিতে গার্মেন্টস ব্যবসায়ী জামাল উদ্দিন (৪৫) নি’হ’ত হন এবং তার সঙ্গী নাছির উদ্দিন (৪২) গু’রু’তর আ’হ’ত হন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রধারীদের ফেলে যাওয়া ১১টি পি’স্ত’লে’র খো’সা উদ্ধার করে।

ঘটনার পরপরই পুলিশ অ’জ্ঞা’ত’না’মা দু’র্বৃ’ত্ত’দের শনাক্ত ও গ্রে’ফ’তা’রে ত’দন্ত শুরু করে। তদ’ন্তে দেখা যায়, নি’হ’ত জামালের সঙ্গী নাজিম উদ্দিন হ’ত্যা’কা’ণ্ডে’র সাথে জড়িত থাকতে পারে। এরপর র‍্যাব-৭ এর সহায়তায় সোমবার রাতে চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রে’ফ’তার করা হয়।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম জানান, জিজ্ঞাসাবাদে নাজিম স্বীকার করে, হ’ত্যা’র দিন গু’লি ছোঁ’ড়া’র পর সে নি’হ’ত জামালের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে হ’ত্যা’কা’রী’দে’র সঙ্গে পালিয়ে যায় এবং মোটরসাইকেলটি তার নিজ বাড়ি লেলাংয়ের কাবিল মিস্ত্রী বাড়িতে লুকিয়ে রাখে। পরে তার দেখানো মতে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে।

নাজিম আরও জানায়, গত বছর চট্টগ্রামের একটি গার্মেন্টস কারখানায় ঝুট ক্রয়ের টেন্ডার দাখিল নিয়ে নি’হ’ত জামালের সঙ্গে বিদেশে অবস্থানরত কুখ্যাত স’ন্ত্রা’সী বড়ো সাজ্জাদের বিরোধ সৃষ্টি হয়। এরপর বড়ো সাজ্জাদ তার সহযোগীদের মাধ্যমে একাধিকবার জামালকে হ’ত্যা’র হু’ম’কি দেয়।

পরিকল্পনার অংশ হিসেবে গ্রে’ফ’তা’র’কৃ’ত নাজিম ফোনের মাধ্যমে স’ন্ত্রা’সী’দের দিঘিরপাড় এলাকায় ডেকে আনে। মোটরসাইকেল যোগে তিন সশস্ত্র হামলাকারী এসে এ’লো’পা’থা’ড়ি গু’লি চালিয়ে জামালকে হ’ত্যা করে এবং নাছিরকে গুরুতর আ’হ’ত অবস্থায় ফেলে যায়।

বুধবার সন্ধ্যায় ফটিকছড়ি থানার ওসি মো. সেলিম জানান, গ্রেফতার নাজিমের বিরুদ্ধে খু’ন, দ’স্যু’তা ও অ’স্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে। হ’ত্যা’কা’ণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রে’ফ’তা’রে অভিযান অব্যাহত আছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top